AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কনকনে ঠান্ডায় ম্যারাথনে অংশ নিলেন সাড়ে ৬ হাজার প্রতিযোগি


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:২২ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৫

কনকনে ঠান্ডায় ম্যারাথনে অংশ নিলেন সাড়ে ৬ হাজার প্রতিযোগি

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বড় আয়োজনে অনুষ্ঠিত ম্যারাথন দৌড়ে প্রায় সাড়ে ৬ হাজার তরুণ-যুবক অংশ নেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে প্রতিযোগিরা দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু করে সদর উপজেলার দেবিনগর পর্যন্ত ৩২ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন।

এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ ও সক্রিয় রাখার পাশাপাশি সমাজে সৃজনশীল কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়েছে।

ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিরা বলেন, “প্রতিবছর এই ধরনের আয়োজন হওয়া উচিত। এটা আমাদের স্বাস্থ্যের পাশাপাশি মনোবলও বাড়ায়।”

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৩টি অস্থায়ী ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা ও পানি সরবরাহ করা হয়। এছাড়া জরুরি সহায়তায় স্বেচ্ছাসেবক ও অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়।

ম্যারাথনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এমন আয়োজনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।”

আয়োজকরা জানান, জেলা-উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় তরুণরা ডিজিটাল ডিভাইস, মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই শিক্ষার্থী ও যুব সমাজকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!