AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না ড. মুহাম্মদ ইউনূস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৫৪ পিএম, ২১ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের পর তিনি রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকবেন না। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ  তার অবস্থান স্পষ্ট করেছেন।

ড. ইউনূস লিখেছেন: “জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। আর নির্বাচনের পর যে সরকার আসবে, আমি সেখানে কোনো নির্বাচিত বা নিযুক্ত পদে থাকব না। আমার দায়িত্ব কেবল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।”

তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ যেন তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন—এটাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। প্রবাসী বাংলাদেশিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইউনূস নিবন্ধে উল্লেখ করেছেন, গত বছরের আগস্টে শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে। এর পর ছাত্রনেতাদের আহ্বানে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন।
তিনি লেখেন, “শুরুতে আমি রাজি হইনি। কিন্তু তরুণদের আত্মত্যাগের কথা ভেবে দায়িত্ব নিতে বাধ্য হই।”

২০২৪ সালের ৮ আগস্ট তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদসহ শপথ নেন।

ইউনূস নিবন্ধে জানান, দায়িত্ব নেয়ার সময় প্রশাসনিক বিশৃঙ্খলা, ধ্বংসপ্রায় অর্থনীতি এবং ভঙ্গুর গণতন্ত্রই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন—“পুলিশ কার্যত দায়িত্ব পালন করছিল না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল। রাষ্ট্রীয় সম্পদের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছিল।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য উদ্ধৃত করে তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে পূর্ববর্তী সরকার বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে। সেই অর্থ ফেরত আনার কাজ চলছে।

এছাড়া আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও অগ্রাধিকার পেয়েছে বলে জানান তিনি।

ড. ইউনূস নিবন্ধে লেখেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক ও জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সমর্থনের কথাও বিশেষভাবে তুলে ধরেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতিমধ্যে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো সাংবিধানিক সংশোধনী, যা বাংলাদেশকে আবার স্বৈরশাসনের দিকে ফেরত যেতে দেবে না।

ইউনূস লিখেছেন—“যদি বাংলাদেশ এমন এক দেশে পরিণত হয়, যেখানে প্রত্যেকে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, তবে তা সম্ভব হবে লাখো মানুষের দৃঢ়তা, কল্পনা ও সাহসের ফলেই।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!