ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশের ঢাকা সফরসহ এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর বাতিল করেছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে চলমান আলোচনা ও ব্যস্ততার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেলোনির ৩০ আগস্ট ঢাকায় দুই দিনের সফরে আসার কথা ছিল। এ সফরে তিনি তার কন্যাকেও সঙ্গে আনার পরিকল্পনা করেছিলেন।
সূত্র জানায়, ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক নির্ধারিত ছিল এবং এ উপলক্ষে ঢাকার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল।
কূটনৈতিক সূত্র জানায়, শুধু বাংলাদেশ নয়, মেলোনি তার পুরো এশিয়া সফরই বাতিল করেছেন। পরিকল্পনা অনুযায়ী সফরটি বাংলাদেশ থেকে শুরু হওয়ার কথা ছিল এবং পরে তিনি সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করতেন।
কূটনীতিকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ইতালির ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই এশিয়া সফরের বদলে মেলোনি ইউরোপের কূটনৈতিক তৎপরতায় মনোনিবেশ করছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে