AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত ৫৬ হাজারের বেশি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৩ এএম, ২১ আগস্ট, ২০২৫

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত ৫৬ হাজারের বেশি

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে টানা বর্ষণে সৃষ্টি হওয়া বন্যায় এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ, যাদের মধ্যে ৫৬ হাজারেরও বেশি বাস্তুচ্যুত হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন।

দেশটির সিভিল প্রটেকশন অধিদপ্তরের বরাতে বৃহস্পতিবার (২১ আগস্ট) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, চলমান বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতির শিকার হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ জন এবং বন্যার পানিতে অন্তত ২৫৭টি গবাদিপশু মারা গেছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর ফলে বন্যা আরও ঘন ঘন ও মারাত্মক আকার ধারণ করছে। শুধু চলতি বছরেই নাইজারের আটটি অঞ্চলে টানা বৃষ্টিতে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!