পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনা স্থাপনায় হামলার মামলায় জামিন পেয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (২১ আগস্ট) এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ জামিনের রায় ঘোষণা করেন। এর আগে লাহোর হাইকোর্ট জামিন আবেদন নাকচ করলে ইমরান খান সুপ্রিম কোর্টে আপিল করেন।
সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, অন্য কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। তবে দুর্নীতির মামলায় অভিযুক্ত থাকায় তিনি আপাতত মুক্ত হচ্ছেন না।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে সেনাবাহিনীর সদরদপ্তরসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই সময় ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর চালান।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান একাধিক মামলার মুখোমুখি হচ্ছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
