AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে ৫ বাংলাদেশি নারী ফেরত দিল বিএসএফ


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:৩০ পিএম, ২১ আগস্ট, ২০২৫

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে ৫ বাংলাদেশি নারী ফেরত দিল বিএসএফ

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া পাঁচজন বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর নারীদের বিজিবির হাতে হস্তান্তর করা হয়। এতে ১৮ বিজিবি বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

জানা গেছে, নারীরা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে ২০২৫ তারিখে গুজরাটে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরদিন ১৭ মে তাদের মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়।

এরপর ১৭ আগস্ট ট্রেনে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁ বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নজির হোসেন জানান, নারীদের থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখায় এবং থানায় উপস্থিত থাকার কারণে নারীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!