AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের ওপর শুল্ক মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৫ এএম, ১২ আগস্ট, ২০২৫

ভারতের ওপর শুল্ক মস্কোর জন্য বড় ধাক্কা: ট্রাম্প

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বৈশ্বিক চাপ ও মার্কিন বাণিজ্য নীতির কারণে রাশিয়ার অর্থনীতি বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এনডিটিভি জানায়, হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক মস্কোর জন্য তাৎপর্যপূর্ণ আঘাত। এই শুল্কের মধ্যে রয়েছে ভারত থেকে পণ্য আমদানিতে ২৫ শতাংশ পাল্টা শুল্ক এবং রুশ তেল কেনায় অতিরিক্ত ২৫ শতাংশ কর।

ট্রাম্প বলেন, “রাশিয়াকে এখন দেশ গঠনে মনোযোগ দিতে হবে। তাদের অর্থনীতি ভালো অবস্থায় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন রাশিয়ার বড় তেল ক্রেতাকে বলে—‘তুমি রাশিয়া থেকে তেল কিনলে আমরা ৫০ শতাংশ শুল্ক বসাবো’—এটা বিশাল ধাক্কা।” তিনি আরও দাবি করেন, এই নীতি শুধু রাজস্বই বাড়ায়নি, বরং পাঁচটি আন্তর্জাতিক সংঘাত নিরসনেও ভূমিকা রেখেছে, যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ও আজারবাইজান-আর্মেনিয়ার দীর্ঘমেয়াদি বিরোধ।

মার্কিন প্রেসিডেন্টের মতে, রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক তখনই সম্ভব, যদি মস্কো যুদ্ধের পথ ত্যাগ করে ব্যবসার পথে এগোয়। ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতেই তিনি বুঝে যাবেন, শান্তিচুক্তি সম্ভব কি না।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!