AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিচ্ছে ভারত, স্থগিত করা হলো বড় অস্ত্র কেনাকাটা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:০৭ পিএম, ৯ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিচ্ছে ভারত, স্থগিত করা হলো বড় অস্ত্র কেনাকাটা

ভারত যুক্তরাষ্ট্রের ওপর অসন্তোষ প্রকাশ করে নতুন কৌশল নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াশিংটনের সঙ্গে বড় অস্ত্র ক্রয় পরিকল্পনা স্থগিত করেছে। এতে রয়েছে স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক নজরদারি বিমানের চুক্তি।

ভারতের পক্ষ থেকে জানান, সরাসরি ঘোষণা না দিলেও কার্যত অস্ত্র কেনাকাটা বন্ধ রয়েছে। ট্রাম্প প্রশাসনের ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি শুল্ক বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে, যা দুই দেশের সম্পর্কের মন্দির ইঙ্গিত।

ভারত অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলেও ভারতের ওপর চাপ দেওয়া হচ্ছে। দিল্লি রাশিয়া থেকে তেল কমানোর ইচ্ছা প্রকাশ করেছে, তবে মার্কিন নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ রাজনীতির কারণে বিষয়টি জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয়, এটি ওয়াশিংটনকে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা, যা দেখায় ভারত কোনো পক্ষের চাপ সহজে মেনে নেবে না এবং জাতীয় স্বার্থে কঠোর অবস্থানে থাকবে।

সূত্র: রয়টার্স।

একুশে সংবাদ//র.ন

Link copied!