বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ এবং অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সহ বিভিন্ন হল, অনুষদের কর্মকর্তা, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বই এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, `পরিবারের যে ভালোবাসা স্নেহ থেকে বেরিয়ে এসে তোমরা এখানে ভর্তি হয়েছো, আমরা চেষ্টা করবো সেই যত্নের সাথে বাকৃবি পরিবারে তোমাদের গড়ে তোলার। একইসাথে প্রত্যেক শিক্ষার্থীকে সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার অভ্যাস গড়ে তুলে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে।` তাছাড়া ২০২৪ এর জুলাই পূর্ববর্তী সময়ে আবাসিক হলগুলোতে যে বিভীষিকাময় পরিবেশ বিরাজমান ছিলো তা শুন্যের কোটায় নামিয়ে আনতে বাকৃবি প্রশাসন সর্বদা সচেষ্ট আছে এবং থাকবে বলে জানান তিনি। এসময় তিনি সকল শিক্ষার্থীকে কঠোর অধ্যাবসায় ও বিশ্ববিদ্যালয়ের নিয়মাচার অনুসরণ করে দক্ষ কৃষিবিদ হিসেবে মেধার বিকাশ ঘটিয়ে পরিবার, সমাজ তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের চেয়েও জ্ঞানে দক্ষতায় কৌশলে চৌকশ অবস্থানে আছো কারণ তোমাদের চোখের সামনে পৃথিবী, আঙ্গুলের স্পর্শে গোটা বিশ্বের তথ্যভান্ডার। ২০২৪ সনের ঐতিহাসিক জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে বর্তমান ছাত্রসমাজ জাতির ক্রান্তিলগ্নে যে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে তাতে এই জাতি ছাত্র সমাজের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বাকৃবিতে নবীন শিক্ষার্থীদের আগামী ১০ আগস্ট অনুষদভিত্তিক ওরিয়েন্টেশন এবং ১১ আগস্ট থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে