AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির আর নেই


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৭ এএম, ১৪ জুলাই, ২০২৫

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির আর নেই

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৩ জুলাই) ৮২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবু এক বিবৃতিতে বুহারির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। টিনুবু জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে মারা যান সাবেক এ নেতা।

১৯৮০-এর দশকে সামরিক জান্তার শাসক হিসেবে নাইজেরিয়ার ক্ষমতায় উঠে আসেন মুহাম্মাদু বুহারি। পরে রাজনীতিতে ফিরে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদ (২০১৫-২০২৩) দায়িত্ব পালন করেন তিনি।

সাবেক এই প্রেসিডেন্টের মরদেহ নাইজেরিয়ায় ফিরিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু। বুহারির নিজ জন্মস্থান উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ধর্মীয় রীতি অনুসারে তাকে দাফন করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

১৯৮০-এর দশকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজেরিয়ার শাসনভার নিয়েছিলেন বুহারি। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থানের কারণে সে সময় তিনি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক অর্জন করেন।

নিজেকে সবসময় ‘সবার, কিন্তু কারও নই’— এমনভাবে পরিচয় দিতেন বুহারি। ২০১৫ সালের নির্বাচনে তিনি তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেই নির্বাচনকে এখন পর্যন্ত নাইজেরিয়ার সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাসে সেটিই ছিল প্রথমবারের মতো দেশটির কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার ঘটনা।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!