গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে বুধবারের সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।
তিনি বলেন, “আমাদের আশেপাশের অঞ্চলে যেকোনো ঘটনা আমরা নজরে রাখি, গুরুত্ব দিই এবং সেই অনুযায়ী করণীয় নির্ধারণ করি।” তবে গোপালগঞ্জের ঘটনাটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য বা অবস্থান তিনি প্রকাশ করেননি।
এ সময় রণধীর জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভ্রমণ, চিকিৎসা এবং শিক্ষা-সহ নানা উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়া অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন কারণে আমরা নিয়মিত ভিসা দিয়ে থাকি। চিকিৎসা, জরুরি প্রয়োজনে বা পড়াশোনার উদ্দেশ্যে ভিসা দেওয়া হচ্ছে। সংখ্যাও উল্লেখযোগ্য।”
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে ভারতের ভিসা কার্যক্রম বাংলাদেশে কার্যত স্থবির হয়ে পড়েছিল। এতে বিপাকে পড়েন অসংখ্য বাংলাদেশি।
তবে সাম্প্রতিক সময়ে ভারত কত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দিয়েছে—এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিতে পারেননি রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “সঠিক সংখ্যা পরে জানাতে হবে। আমাকে জেনে বলতে হবে।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে