AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলো স্থানীয়রা



উজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশে দিলো স্থানীয়রা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক ঐ লম্পট ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের শোপর্দ করেন। 

এই ঘটনায় ভুক্তভোগী পরিবার টি উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।  ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ তারেক আজিজ। 

ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ  সুত্রে জানা যায় ৮ আগষ্ট রাত ১১ টার দিকে বনভোজনের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ওই ছাত্রী জানান। 

স্থানীয়রা জানান ধর্ষক একই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৫০)। ঘটনার সময় স্কুলছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগই ধর্ষণের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। 

স্কুল ছাত্রী আরো জানান ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে আসে লম্পট বিরেন বাড়ৈ।

ধর্ষণের ঘটনাটি ৯ আগষ্ট সকালে ছাত্রীর পরিবার স্থানীয়দের কাছে জানালে স্থানীয়রা ঐ ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে,  মামলার প্রস্তুতি চলছে।  

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!