AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩০ এএম, ৯ আগস্ট, ২০২৫

গাজায় একদিনে আরও ৭২  ফিলিস্তিনি নিহত

গাজার উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার হামলায় শুক্রবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭২ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার সন্ধ্যার বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আইডিএফের অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে, আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজের সীমাবদ্ধতা ও অব্যাহত গোলাবর্ষণের কারণে অনেক লাশ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, যাদের হিসেবের মধ্যে ধরা যায়নি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

গাজায় সামরিক অভিযান চলার পাশাপাশি খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এ অবস্থায় না খেতে পেয়ে ও অপুষ্টিতে এখন পর্যন্ত মারা গেছেন ২০১ জন, যাদের মধ্যে ৯৮ জন শিশু। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন আরও ১ হাজার ৭৭২ জন, যার মধ্যে শুক্রবারই ১৬ জন প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পরপরই গাজায় অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। ১৫ মাস পর যুদ্ধবিরতি ঘোষণা করলেও চলতি বছরের ১৮ মার্চ থেকে ফের দ্বিতীয় দফায় অভিযান শুরু হয়। এই ধাপে গত পাঁচ মাসে নিহত হয়েছেন ৯ হাজার ৮২৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ৪০ হাজার ৩১৮ জন।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা ও অবশিষ্ট জিম্মিদের মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!