গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, আইডিএফ-এর (ইসরাইল ডিফেন্স ফোর্স) গাজা দখল পরিকল্পনা মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। একইসঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইসরাইল পাঁচটি নীতি উপস্থাপন করবে— হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মি থাকা ৫০ জনকে ফেরত আনা (যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা), গাজা উপত্যকার পূর্ণ নিরস্ত্রীকরণ, সেখানে ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে কোনো বিকল্প বেসামরিক প্রশাসনের হাতে গাজার শাসনভার হস্তান্তর।
এর আগের দিন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামাসবিরোধী সামরিক অভিযান শেষ হলে গাজার শাসন এমন এক বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে যারা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি নয়। তিনি পরিষ্কার করে জানান, ইসরাইল গাজা শাসন করতে চায় না, তবে একটি শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী বজায় রাখতে চায়।
এ পরিকল্পনার সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ মন্তব্য করেন, নেতানিয়াহুর প্রস্তাব কেবল আরও যুদ্ধ, আরও প্রাণহানি এবং বিপুল অর্থ অপচয়ের পথ তৈরি করবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে