পর্তুগিজ ফুটবলের প্রতীকী নাম ক্রিশ্চিয়ানো রোনালদো—যিনি বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারের প্রায় সব বড় শিরোপাই ছুঁয়েছেন। তাঁর দেখানো পথে অনুপ্রাণিত নতুন প্রজন্মের হাত ধরেই এবার ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখল পর্তুগাল। প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে তারা জিতল বিশ্বচ্যাম্পিয়নের মুকুট।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কাতারের দোহায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জয় করে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ–প্রতিআক্রমণে উত্তেজনা ছড়ায়। তবে ৩২তম মিনিটে আনিসিও কাব্রালের নিখুঁত গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ডানদিক থেকে কুনহার চমৎকার কাট-ব্যাক পাস ধরে বাঁ–পায়ের টো–স্পর্শে বল জালে জড়ান কাব্রাল।
গোলটির মূল কৃতিত্ব কুনহার সঠিক সিদ্ধান্ত ও নিখুঁত পাসের। তবে ৪১তম মিনিটে স্পট–কিক থেকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল। প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে তাদের লিড নিয়ে।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে অস্ট্রিয়া। ৮০তম মিনিটে হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকলে ম্যাচে অন্য রূপ দেখা যেত। কিন্তু পর্তুগালের শক্ত রক্ষণভাগ প্রতিবারই প্রাচীর হয়ে দাঁড়ায়। যোগ করা সময়েও সমতা না ফেরাতে ব্যর্থ হয় অস্ট্রিয়া।
বল দখলেও (৫৮%) এগিয়ে ছিল পর্তুগাল, আক্রমণেও ছিল আধিপত্য। পুরো ম্যাচে ৪৩টি ফাউল—যা লড়াই–ঠাসা ফাইনালের প্রতিফলন। শেষ বাঁশির পর ইতিহাস গড়ে উল্লাসে মেতে ওঠে পর্তুগালের তরুণ ফুটবলাররা। এটাই তাদের দেশের প্রথম অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ শিরোপা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

