চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (বিজিবি-৫৯) সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শুক্রবার সকালে মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় চকপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় বিজিবির মহাপরিচালক বিশেষ নির্দেশনা জারি করেছেন। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক চোরাচালান ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

