AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে তিনদিনব্যাপী শুরু হচ্ছে রাস উৎসব, এবারও হবে না মেলা



আজ থেকে তিনদিনব্যাপী শুরু হচ্ছে রাস উৎসব, এবারও হবে না মেলা

বঙ্গোপসাগরের মোহনায়, সুন্দরবনের দুবলার চরে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে আজ সোমবার থেকে। ইতিমধ্যেই সাগর তটে রাস উৎসবকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ঢুকতে পারবে; অন্য কেউ প্রবেশ করতে পারবে না এবং সবাইকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। আজ থেকে শুরু হওয়া উৎসব চলবে বুধবার পর্যন্ত। ওইদিন সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।

এ বছর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন রাস উৎসব ও পুণ্যস্নানে। তবে এবারও রাস উৎসবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন থাকবে না। সুন্দরবনে পুণ্যার্থী ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি বন্ধ করেছে বন বিভাগ। পুণ্যার্থীরা নির্ধারিত পাঁচটি রুট দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন এবং ফিরতেও একই রুট ব্যবহার করতে হবে। সব পুণ্যার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সুন্দরবনে প্রবেশ করতে হবে। এ সময় সুন্দরবনের কোনো গাছপালা ব্যবহার করা যাবে না।

রাস উৎসবকে ঘিরে বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিভাগের বেশ কয়েকটি দল শনিবার থেকে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে টহল শুরু করেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, “নির্ধারিত রাজস্ব জমা দেওয়ার পর বন বিভাগ থেকে পাস নিয়ে নির্ধারিত পাঁচটি রুট দিয়ে পুণ্যার্থীরা রাস উৎসবে যেতে পারবেন এবং একই রুট দিয়ে ফিরে আসবেন।” তিনি আরও বলেন, “বঙ্গোপসাগরের তিনটবর্তী সুন্দরবনের দুবলার চরের ঐতিহাসিক রাস উৎসব ঘিরে এবার ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী ছাড়া কোনো পর্যটক সেখানে যেতে পারবেন না। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার এবং প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পুণ্যার্থীদের জন্য নির্ধারিত পাঁচটি নৌপথ হলো: ঢাংমারী-চাঁদপাই স্টেশন-ত্রিকোনা আইল্যান্ড হয়ে দুবলার চর, বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর, বুড়িগোয়ালিন, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাটকোষ্টা খাল হয়ে দুবলার চর ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার থেকে প্রতি বছরের মতো পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে তিন দিনের রাস উৎসব অনুষ্ঠিত হবে। আলোরকোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে পূজা করবেন।

সনাতন ধর্মের বিধান অনুযায়ী পূর্ণিমার ভরা তিথিতে, ৫ নভেম্বর ভোরে, সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের এই মিলন মেলা। এই রাস উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর লাখো মানুষের সমাগম ঘটে।

সনাতন ধর্মের মানুষের পাশাপাশি উৎসবে দেশি-বিদেশি পর্যটকও অংশগ্রহণ করেন। তবে ভক্ত ও পর্যটকদের ভিড়ে চাপ বেড়ে যায় বন্যপ্রাণীর আবাস্থলের ওপর। মেলাকে কেন্দ্র করে শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্যে বনের পরিবেশের ক্ষতি হয়। এছাড়া পুণ্যার্থীর ছদ্মবেশে আসা হরিণ শিকারি চক্রের অপতৎপরতাও বাড়ে। জীববৈচিত্র্য রক্ষা এবং দূষণের কথা চিন্তা করে ২০১৭ সালে মেলার কার্যক্রম সীমিত করা হয়। এরপর থেকে রাস উৎসব শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা ও পুণ্যস্নান পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!