চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার (২ নভেম্বর) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।
এবারের প্রতিযোগিতায় বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ জন শিশু-কিশোর ৬টি বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল হামনাত, রচনা, আযান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। সকাল ৯টা থেকে দিনব্যাপী প্রতিযোগিতা চলার পর সন্ধ্যায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রহমত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড অফিসার সাইফুল ইসলাম।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করে। স্থানীয়রা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিশুদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

