AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২৯ এএম, ১৪ জুলাই, ২০২৫

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এসেক্স কাউন্টির সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি-২০০ মডেলের ছোট উড়োজাহাজ। রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিকেল ৪টার দিকে বিমানবন্দর সংলগ্ন এলাকায় প্রায় ১২ মিটার দীর্ঘ ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পুলিশের পাশাপাশি জরুরি সেবা সংস্থাগুলোর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন। তারা আরও কয়েক ঘণ্টা সেখানে কাজ করবেন বলে জানানো হয়েছে।

স্থানীয় জনগণকে ওই এলাকায় না আসার অনুরোধ জানিয়েছে পুলিশ।

বিচক্র্যাফট বি-২০০ ধরনের এই উড়োজাহাজে সাধারণত ২ জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী পরিবহন করা যায়। তবে দুর্ঘটনার সময় এতে কতজন আরোহী ছিলেন বা কেউ ছিলেন কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি পুলিশ। হতাহতের সংখ্যাও নিশ্চিত করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি রোববার বিকেলে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে উড্ডয়নের পরপরই তা বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরের আকাশ এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিসের পাশাপাশি ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ও একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

ফ্লাইট ট্র্যাকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি নেদারল্যান্ডসভিত্তিক জিউশ এভিয়েশনের মালিকানাধীন ছিল। এটি সাধারণত অসুস্থ রোগী পরিবহন এবং চিকিৎসাসংক্রান্ত সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত হতো। দুর্ঘটনার সময় বিমানে কেউ ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!