গুপ্তচক্রের রাজনীতি ও জামায়াত-শিবিরের গোপন তৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। ‘রাজাকারদের বাংলা ছাড়তে হবে’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
রবিবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ ল কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশে একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষাঙ্গনসহ সর্বত্র অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তারা বলেন, এসব গোপন তৎপরতা, শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্ত পরিবেশ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রদল রাজপথে নেমেছে।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন—“ছাত্রসমাজকে লক্ষ্য করে যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের দিয়ে সারাদেশে মব গঠন করে শিক্ষাঙ্গনকে অস্থির করে তোলা হচ্ছে।”
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ জেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
তারা আরও জানান, জামায়াত-শিবিরের গোপন অপচেষ্টা ছাত্রসমাজ কখনও বরদাস্ত করবে না। সারা দেশে শিক্ষাঙ্গন ও আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদল গণপ্রতিরোধ গড়ে তুলবে।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে