শারীরিক দুর্বলতার কারণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ জুলাই) এ তথ্য জানায় তার কার্যালয়।
মাহাথির মোহাম্মদ সম্প্রতি নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ শরীর খারাপ অনুভব করেন। এরপর তিনি আগেভাগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। আগে থেকেই হৃদরোগে আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে তার। এ ছাড়া তিনি একাধিকবার বাইপাস সার্জারিও করিয়েছেন।
গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সর্বশেষ গত বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, ক্লান্তিজনিত সমস্যার কারণে মাহাথির মোহাম্মদ বর্তমানে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং রোববার সন্ধ্যার মধ্যে বাসায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার মাহাথির নিজেই গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের আয়োজনে যোগ দিতে গিয়েছিলেন। ওই স্থানেই এর আগের দিন তার স্ত্রী হাসমাহ মোহাম্মদ আলির ৯৯তম জন্মদিন পালন করা হয়। সেখানে প্রায় এক ঘণ্টা সাইক্লিং করার পরই তিনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। গত বৃহস্পতিবার ছিল মাহাথির মোহাম্মদের শততম জন্মদিন।
উল্লেখ্য, ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন মাহাথির। এরপর ২০১৮ সালের নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্বে ঐতিহাসিক বিজয় এনে দিয়ে আবারও প্রধানমন্ত্রী হন। তবে দলীয় কোন্দলের কারণে তার দ্বিতীয় মেয়াদ দুই বছরের আগেই শেষ হয়।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে