AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে এনসিপির কমিটিতে আ. লীগপন্থি নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ



ঝালকাঠিতে এনসিপির কমিটিতে আ. লীগপন্থি নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ

ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগপন্থি নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে রাজনৈতিক পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (১৩ জুলাই) রাতে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিল না, এখন তারাই এনসিপির জেলা ও উপজেলা কমিটিতে জায়গা করে নিচ্ছেন। অথচ আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতামত উপেক্ষা করে এ কমিটি গঠন করা হয়েছে।

তারা আরো অভিযোগ করেন, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত ঝালকাঠিতে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ নিতে বা তাদের সঙ্গে দেখা করতেও আসেনি। এমনকি রবিবার ঝালকাঠিতে পদযাত্রা শেষে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বলার সুযোগ চেয়েও পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় জেলা কমিটির আহ্বায়ক তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনের মূল দাবিগুলো আজও উপেক্ষিত। দাবি বাস্তবায়নের আগেই যেভাবে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে, তাতে এনসিপির প্রতি সাধারণ মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হবে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এনসিপির বিতর্কিত কমিটি বাতিল করে আন্দোলনের প্রকৃত নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মাইশা মেহজাবীন ও সহ-মুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি।

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!