লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ জয় উদযাপন উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের লিভারপুল শহরের কেন্দ্রস্থলে সোমবার (২৭ মে) সন্ধ্যায় এক ব্যক্তির চালানো গাড়ি জনতার ওপর উঠে গেলে কমপক্ষে ২৭ জন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ঘটনার পরপরই ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং বিচ্ছিন্ন একটি দুর্ঘটনা।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়— আনন্দঘন জনতার ভিড়ে হঠাৎ একটি গাড়ি ঢুকে পড়ে এবং দর্শকদের ওপর উঠে গেলে কয়েকজন ছিটকে পড়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটি ঘিরে ফেলে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক প্রত্যক্ষদর্শী চেলসি বিবিসি রেডিওকে বলেন, "হঠাৎ সবাই চিৎকার শুরু করে। তখন বুঝি কিছু একটা ভয়াবহ ঘটেছে। আমি কোনোমতে সরে গিয়ে রক্ষা পাই।"
লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে বলেন, "এই আনন্দঘন দিনের ওপর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা গভীর ছায়া ফেলেছে।"
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব এ ঘটনায় আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এ.জে