পেরুর কংগ্রেস শুক্রবার একজন জনপ্রিয় গায়কের হত্যার পর সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
’রাজনৈতিক দায়িত্ববোধ এবং দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে এবং সহিংস অপরাধের বৃদ্ধি মোকাবেলায় অক্ষমতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান হোসে সান্তিভানেজকে পদ থেকে অপসারণের পক্ষে ৭৯ ভোট এবং বিপক্ষে ১১ ভোট পড়ে। ২০ জন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন।
রোববার রাজধানী লিমার বাইরে একটি কনসার্টের পর কাম্বিয়া তারকা পল ফ্লোরেস, ৩৯, কে ট্যুর বাসে হামলাকারীরা গুলি করে হত্যা করার পর দক্ষিণ আমেরিকার দেশটিতে তীব্র উত্তেজনার মধ্যে মন্ত্রীকে বরখাস্ত করা হল।
শুক্রবার লিমায় একটি বিক্ষোভের ঠিক আগে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ফ্লোরেসের হত্যার পর শত শত মানুষ পেরুভিয়ান কংগ্রেসের দিকে মিছিল করে সরকারকে চাঁদাবাজি এবং হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
জাতীয় মৃত্যুর তথ্য ব্যবস্থা অনুসারে, বছরের প্রথম তিন মাসে পেরুতে ৪৫৯টি অপরাধ-সম্পর্কিত হত্যাকাণ্ড লিপিবদ্ধ করা হয়েছে। পেরুর গণমাধ্যমের মতে, এটি দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
সোমবার সরকার রাজধানীতে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে যাতে পুলিশকে সংগঠিত অপরাধ দমনে সেনা মোতায়েনের অনুমতি দেওয়া যায়। লুটপাট হচ্ছে অপরাধের একটি ধারার অংশ যা অনেক ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। যেগুলোকে আগে তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হতো। বর্তমানে পেরুতে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
ভেনেজুয়েলা-ভিত্তিক ট্রেন ডি আরাগুয়ার মতো আন্তর্জাতিক গ্যাংসহ পুরো পাড়া-মহল্লায় বিভিন্ন গ্যাংয়ের ভয় রয়েছে।
যারা বাস চালক, দোকানদার, হেয়ারড্রেসার এমনকি শিক্ষকদেরও সুরক্ষার অর্থ না দিলে হুমকি দেয়া হয়।
একুশে সংবাদ/ এস কে