স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়াতে না বলেছেন। রবিবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি কর্মকর্তাদের সততা, পেশাদারি ও দেশের মান সম্মান রক্ষা করার গুরুত্ব স্মরণ করান।
উপদেষ্টা বলেন, “কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত হতে হবে না। প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকা শক্তি। তাদের সঙ্গে সুন্দর ব্যবহার এবং দূতাবাসের অন্য কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। উপদেষ্টা আরও যোগ করেন, সিভিল সার্ভিসের মান রক্ষা করতে ও দেশব্যাপী পরিষেবার মান উন্নত করতে কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
একুশে সংবাদ/ই.ক/এ.জে