মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দেওয়ার জন্য একজন আঞ্চলিক বিমান সংস্থার প্রধানের নাম ঘোষণা করেছেন। গত জানুয়ারিতে এক মারাত্মক দুর্ঘটনার পর নিরাপত্তা প্রশ্নে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যখন বিপর্যস্ত তখন এ নিয়োগ দেয়া হলো। নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ট্রাম্প রিপাবলিক এয়ারওয়েজের প্রধান নির্বাহী ব্রায়ান বেডফোর্ডকে মার্কিন বিমান পরিবহন সংস্থা পরিচালনাকারী এবং একাধিক বড় সমস্যার পর বোয়িংয়ের নিরাপত্তা কার্যক্রম তদারকিকারী সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেছেন।এই পদের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বেডফোর্ডের তিন দশকেরও বেশি বিমান চলাচলের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বেডফোর্ড ’সংস্থাটিকে দৃঢ়ভাবে সংস্কার করতে, আমাদের রপ্তানি রক্ষা করতে এবং প্রায় এক বিলিয়ন বার্ষিক যাত্রী চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে" পরিবহন মন্ত্রীর সাথে কাজ করবেন।
রিপাবলিক কর্তৃক প্রকাশিত এক বিবৃতি অনুসারে, বেডফোর্ড বলেছেন যে তিনি ’একটি নতুন, আধুনিক এবং সাশ্রয়ী বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি এবং স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য উন্মুখ যা একটি নিরাপদ এবং আরও দক্ষ বিমান চলাচল নেটওয়ার্ক তৈরি করবেন।
তিনি বলেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সাফল্যের জন্য কংগ্রেস এবং বিমান পরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহারকারী সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন।
এফএএ গত সপ্তাহে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দরের আশেপাশে হেলিকপ্টার চলাচলের ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে, যেখানে গত ২৯ জানুয়ারি একটি আমেরিকান ঈগল বিমান একটি সামরিক ব্ল্যাক হককে ধাক্কা দেয়, যার ফলে ৬৭ জন নিহত হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

