শত শত খৃষ্টান দামেস্কের খৃষ্টান অধ্যুষিত এলাকার রাস্তায় আজ সকালে অবস্থান নিয়ে হামার পাশ্ববর্তী শহরে ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে, খবর এএফপি’র।
ইসলামপন্থীদের নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের আসাদ সরকারকে ফেলা দেওয়ার দু’সপ্তাহ পর দেশটির খৃষ্টানরা দামেস্কের রাস্তায় বিক্ষোভ করে।
বিক্ষোভের সূত্রপাত হয় সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটা ভিডিওকে কেন্দ্র করে। যেখানে দেখা যাচ্ছে মাথা ঢাকা কিছু যোদ্ধা হামার খৃষ্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়াহতে একটা ক্রিসমাস ট্রিতে আগুন লাগিয়ে দিচ্ছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে এই যোদ্ধারা বিদেশি, যারা ইলামপন্থী আনসার আল-তৌহিদের অন্তর্ভুক্ত।
সোস্যাল মিডিয়ায় প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে সিরিয়ার বিক্ষোভে নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম এর একজন নেতা বলছে, ক্রিসমাস ট্রিতে আগুন দেওয়া লোকেরা বিদেশি। ”তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। ”
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

