লেবাননের পার্বত্য অঞ্চলের পৃথক গ্রামের দুটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এই দুটি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। এর মধ্যে জউন গ্রামে ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া বালচমায়ে গ্রামের কাছে আরেকটি বাড়িতে হামলায় আরও আটজন নিহত হয়েছেন। মাউন্ট লেবানন অঞ্চলে অবস্থিত এই দুটি গ্রামই মূলত এমন এলাকায় রয়েছে যেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি নেই।
এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার একদিন পর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।
জানা গেছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরো ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ১৪ হাজারেরও বেশি মানুষ।
একুশে সংবাদ/ এস কে