AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেলমেট ছাড়া গাড়ি চালানোয় জরিমানা!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:২৮ পিএম, ২৬ আগস্ট, ২০২৪

হেলমেট ছাড়া গাড়ি চালানোয় জরিমানা!

হেলমেট ছাড়া গাড়ি চালানোর অভিযোগে এক যুবককে জরিমানা করেছে পুলিশ। যদিও ওই যুবকের দাবি, যে এলাকায় তাকে এই জরিমানা করা হয়েছে, তিনি কখনোই সেখানে যাননি। সম্প্রতি উদ্ভট এই ঘটনাটি ঘটেছে পাশের দেশ ভারতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, তুষার সাক্সেনা নামে ওই ব্যক্তিকে হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য নয়ডা পুলিশ তাকে ১০০০ রুপি জরিমানা করেছে। যদিও ওই ব্যক্তির দাবি, তিনি তার গাড়িতে কখনোই উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় যাননি। 

একটি খুদেবার্তার মাধ্যমে তুষারকে এই জরিমানার কথা জানানো হয়েছিল। কিন্তু তিনি প্রথমে সেটি উপেক্ষা করেন। ভেবেছিলেন, হয়তো ভুল করে তাকে এই বার্তা পাঠানো হয়েছে। কিন্তু পরে একটি ইমেইল এবং আরো একটি খুদেবার্তা আসলে বিষয়টি গুরুত্ব সহকারে নেন ওই ব্যক্তি।

তুষারের বাড়ি নয়ডা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রামপুর জেলায়। তিনি স্থানীয় ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, চার চাকার গাড়ি চালানোর সময় হেলমেট না পরার কারণেই তাকে জরিমানা করা হয়েছে।

পুলিশ তুষারকে জানায়, তিনি যদি সময়মতো জরিমানা দিতে না পারেন, তাহলে তাকে আদালতে হাজির হতে হবে।

তুষার বলেন, চালানটি ২০২৩ সালের ৯ নভেম্বর ইস্যু করা হয়েছিল। আপনি যদি ট্রাফিক আইন লঙ্ঘন করেন, তাহলে জরিমানা হওয়া স্বাভাবিক। কিন্তু এটি আমার ক্ষেত্রে ঘটেনি। আমি কখনোই আমার গাড়ি এনসিআর এলাকায় চালাইনি।

তার দাবি, গাড়ির ভেতরে হেলমেট পরার নিয়ম যদি সত্যিই থাকে, তাহলে কর্তৃপক্ষকে তা লিখিতভাবে দিতে হবে।ঘটনাটি তদন্ত করতে এবং জরিমানা বাতিল করতে এরই মধ্যে নয়ডা ট্রাফিক পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তুষার সাক্সেনা।

ভারতে হেলমেট ছাড়া চার চাকার গাড়িচালনার জন্য জরিমানার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। এর আগে, উত্তর প্রদেশের ঝাঁসি শহরে হেলমেট ছাড়া গাড়ি চালানোয় এক ব্যক্তিকে হাজার রুপি জরিমানা করেছিল সেখানকার ট্রাফিক পুলিশ।

বাহাদুর সিং পারিহার নামে ওই ব্যক্তি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, চলমান লোকসভা নির্বাচন শেষ হলে কর্তৃপক্ষ বিষয়টি দেখবে। ততদিন পর্যন্ত আরো জরিমানা এড়াতে নিজের অডি গাড়ির ভেতরে হেলমেট পরতেন বাহাদুর সিং।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!