দিনাজপুরের পার্বতীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে এক আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
