নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবতীর নাম শান্তা খাতুন সানজিদা (১৯)। তিনি নড়াইল সদর উপজেলার তুলারামপুর (তরফদারপাড়া) গ্রামের বাকির শেখের মেয়ে।
সোমবার (৩ নভেম্বর) নড়াইল সদর হাসপাতালের মেইন গেটের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তার নিকট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে” জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
