AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির ভরসা দিপু ভূঁইয়া



নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির ভরসা দিপু ভূঁইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে তরুণ রাজনৈতিক নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর ২৩৭ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। যারা দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং জনসম্পৃক্ততা রয়েছে, তাদেরকেই মনোনীত করা হয়েছে। শরিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে তালিকায় সামান্য পরিবর্তন হতে পারে।”

ঘোষণায় জানানো হয়, দিপু ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত গোলবক্স ভূঁইয়ার নাতি এবং রূপগঞ্জের পরিচিত রাজনৈতিক পরিবার ভূঁইয়া বংশের উত্তরসূরি। তাঁর বাবা মজিবুর রহমান ভূঁইয়াও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে দলের মাঠের রাজনীতি ও জনপ্রিয়তার পরীক্ষায় উত্তীর্ণ এই তরুণ নেতা ইতোমধ্যেই রূপগঞ্জে শক্তিশালী জনভিত্তি গড়ে তুলেছেন।

রূপগঞ্জে বিএনপির মনোনয়ন দৌড়ে আরও ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, শরীফ আহমেদ টুটুল, দুলাল হোসেন এবং মোস্তাফিজুর রহমান দিপু। শেষ পর্যন্ত দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে দিপুর নাম চূড়ান্ত করা হয়।

মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই রূপগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ ওঠে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে তারা নেতাকে অভিনন্দন জানান। নেতা-কর্মীরা বলেন, এই মনোনয়ন তরুণ নেতৃত্বের প্রতি বিএনপির আস্থার প্রতিফলন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব দিয়ে রূপগঞ্জের রাজনীতিতে নতুন বার্তা দিল বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা দিপু ভূঁইয়া এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে তাদের বিশ্বাস।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!