ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ১১ই আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া কিয়েভের ওপর বিমান হামলা চালিয়েছে। রুশ বিমান হামলা প্রতিহত করতে শহরের উপকণ্ঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
মেসেজিং অ্যাপ ট্রেলিগ্রামে দেওয়া এক বার্তায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে, বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে।
রাশিয়ার এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, কিয়েভ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে। এ ছাড়া কিয়েভের পাশাপাশি আশপাশের অঞ্চলেও হামলা চালাতে পারে রাশিয়া।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :