নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না দেওয়ায় মো. সোহেল মিয়া (৪৬) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার (৩ অক্টোবর) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শিবপুর এলাকার মো. খোরশেদ আলম (২৫), রোমান (২২), রিফাত (২২), আলামিন (৩০), আতিক (২০) ও মজিবুর (৫০) সহ আরও অজ্ঞাত আটজনকে আসামি করা হয়েছে।
সোহেল মিয়ার দাবি, গত ৩০ সেপ্টেম্বর তার কাছে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে আসামিরা তার ওয়ার্কশপে গিয়ে তাকে মারধর করে এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ আছে, অভিযুক্ত খোরশেদ সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি। তার মদ্যপানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে চাঁদা দাবি করা হয়। এর আগে তার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির একাধিক অভিযোগ উঠেছিল।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় খোরশেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবারের ঘটনাটি এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে