সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরের ফুটন্ত শতদল হোক আধারের বাতিঘরের প্রভাতের জয়ভেরি—এই স্লোগান সামনে রেখে, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মধ্যনগর (পুসাম) আয়োজিত নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বি পি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে।
এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ও মেডিকেলসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় চান্স পাওয়া মোট ৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ২৯ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ১৯ জন এসএসসি পরীক্ষায় চান্স পাওয়া শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুষার আহমেদ জাবের, সাধারণ সম্পাদক হিসেবে সঞ্চালনা করেন মোঃ আকিব মাহমুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ডাঃ মুক্তাদির হোসেন সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান, প্রভাষক তৌফিক ইসলাম, ঢোলপুশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিবরীয়া, কালিশাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদ আলম, ছাত্র অভিভাবক আঃ আউয়াল, পুসামের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আঃ হালিম, জিনিয়া প্রমা প্রমুখ।
পরিশেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়। এসময় তিনি বলেন, “হাওর অঞ্চলের মানুষ প্রকৃতির চ্যালেঞ্জের মধ্যেও মেধা শক্তি অর্জন করে। তাই এই এলাকায় অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। মধ্যনগর উপজেলা খুবই দুর্গম, এটা জেনেই আমি চ্যালেঞ্জ হিসেবে এসেছি। যেখানেই অনুন্নত, সেখানেই কাজ করার সুযোগ থাকে। আশা করছি আগামী দিনে এলাকার মানুষ দৃশ্যমান উন্নয়নের সুফল পাবেন।”
একুশে সংবাদ/এ.জে