AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওমানে মসজিদের কাছে গুলিতে নিহত বেড়ে ৬


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৫ পিএম, ১৭ জুলাই, ২০২৪
ওমানে মসজিদের কাছে গুলিতে নিহত বেড়ে ৬

ওমানে মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক। আছেন একজন পুলিশ সদস্যও। গত সোমবারের এ হামলায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

গতকাল মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। পবিত্র আশুরা সামনে রেখে সোমবার মাসকাটের আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলির ঘটনা ঘটে। এ হামলার জবাব দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির রাজকীয় পুলিশ বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনজন সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে উদ্ধারকারী ও প্যারামেডিক সদস্য আছেন। আইএসের আমাক নিউজ এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ হামলার দায় স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, তাদের তিনজন সদস্য মেশিনগান নিয়ে হামলা চালিয়েছেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের রাজধানীতে সোমবারের সন্ত্রাসী হামলায় তাঁদের চারজন নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

একুশে সংবাদ/প্র.আ/হা.কা

 

 

 

Link copied!