AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অক্সর্ফোটের ছাত্র ছিলেন যুক্তরাজ্যে ৫৮ প্রধানমন্ত্রীর ৩১ জনই


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৩০ পিএম, ৭ জুলাই, ২০২৪
অক্সর্ফোটের ছাত্র ছিলেন যুক্তরাজ্যে ৫৮ প্রধানমন্ত্রীর ৩১ জনই

যুক্তরাজ্যে নবনির্বাচিত কিয়ার স্টারমার দেশটির ৫৮তম প্রধানমন্ত্রী। এই ৫৮ প্রধানমন্ত্রীর মধ্যে স্টারমারসহ ৩১ জনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ৩১ জনের মধ্যে ১৩ জন অক্সফোর্ডরে ক্রাইস্ট চার্চে, ৩ জন ট্রিনিটিতে, ৪ জন ব্যালিওলে, ২ জন ব্রেসনোজে ও ১ জন করে হার্ট ফোর্ড (সাবেক হার্টহল), জেসাস কলেজ, সেন্ট হিউজ, সেন্ট জনস, সোমারভিল, ইউনিভার্সিটি কলেজ, সেন্ট এ্যাডমান্ট হল, মার্টন ও লিঙ্কনে লেখাপড়া করেছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী হন আর্ল অব উইলমিংটন। অক্সফোর্ডের ট্রিনিটি কলেজের এই ছাত্র হুইগ পার্টির নেতা ১৭৪২ সালের ফেব্রুয়ারি থেকে ১৭৪৩ সালের জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় হার্ট হলের (বর্তমান হার্টফোর্ড) ছাত্র হেনরি পেলহাম, ক্রাইস্ট চার্চের জর্জ গ্রেনভিলে, ট্রিনিটির আর্ল অব চ্যাটহাম, ট্রিনিটির লর্ড নর্থ, ক্রাইস্ট চার্চের ডিউক অব পোর্টল্যান্ড, ক্রাইস্ট চার্চের আর্ল অব শ্যালবোর্ন, ব্রাসেনোসের হেনরি এডিংটন, ক্রাইস্ট চার্চের লর্ড গ্রেনভিলে, ক্রাইস্ট চার্চের আর্ল অব লিভারপুল, ক্রাইস্ট চার্চের জর্জ কেনিং, ক্রাইস্ট চার্চের স্যার রবার্ট পিল, ক্রাইস্ট চার্চের আর্ল অব ডার্বি, ক্রাইস্ট চার্চের উইলিয়াম ইউয়ার্ট গোল্ডস্টোন, ক্রাইস্ট চার্চের আর্ল অব রোজবেরি, ক্রাইস্ট চার্চের মারকুজ অব সালিসবারি, ব্যালিওলের এইচ এইচ আশকুইথ, ইউনিভার্সিটি কলেজের ক্লামেন্ট আটলি, ক্রাইস্ট চার্চের অ্যান্থনি ইডেন, ব্যালিওলের হ্যারল্ড ম্যাকমিলান, ক্রাইস্ট চার্চের স্যার আলেস ডগলাস হোম, ব্যালিওলের এডওয়ার্ড হিথ, জেসাসের হ্যারল্ড উইলসন, সোমারভিলের মার্গারেট থেচার, সেন্ট জোনসের টনি ব্লেয়ার, ব্রাসেনোর ডেভিড ক্যামেরন, সেন্ট হিউজের থেরেসা মে, ব্যালিওলের বরিস জনসন, মার্টনের লিজ ট্রাস, লিঙ্কনের ঋষি সুনাক এবং সেন্ট এ্যাডমান্ড হলের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

১৪ বছরের কনজারভেটিভ দলের শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন স্টারমার। যুক্তরাজ্যে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।

 একুশে সংবাদ/প্র.আ/হা.কা

Link copied!