AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের নির্বাচন বানচালের চেষ্টা ইসরায়েলি সংস্থার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৭ পিএম, ১ জুন, ২০২৪
ভারতের নির্বাচন বানচালের চেষ্টা ইসরায়েলি সংস্থার

ভারতে ১ জুন সপ্তম দফা তথা শেষ দফার লোকসভার নির্বাচন চলছে। ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন। তবে এর আগেই নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য জানালো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘চ্যাটজিপিটি’র নির্মাতা সংস্থা ‘ওপেনএআই’।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে ইসরায়েলের রাজনৈতিক সংস্থা এসটিওআইসি ভারতের লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেছে।

সংস্থাটি জানায়, ‘জিরো জেনো’ নামের প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে ইসরায়েলি সংস্থাটি। এসটিওআইসির উদ্দেশ ছিল, সামনের নির্বাচনি ফল প্রকাশকে কেন্দ্র করে বিজেপিবিরোধী এবং কংগ্রেস সমর্থিত যেসব কমেন্ট আসছে, সেগুলোকে প্রচার করা।

ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক বিবৃতিতে জানান, ইসরায়েলি সংস্থাটির প্রচারণায় ওপেনএআই-এর শক্তিশালী ল্যাংগুয়েজ মডেলগুলো কাজে লাগানো হয়েছে। যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল, আর্টিকেল ও কমেন্ট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করা হয়েছে এবং কংগ্রেসের প্রশংসা করা হয়েছে।

এরই মধ্যে ইসরায়েলি সংস্থার এই প্রচারণা রুখে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ওপেনএআই। মে মাসে সংস্থাটি যখন লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল তখনই টের পায় ওপেনএআই। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক ফলে প্রভাব ফেলার জন্য এবং জনমতকে প্রভাবিত করতে এই গোপন প্রচারণা চালানো হয়।

এদিকে ওপেনএআইয়ের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দল বিজেপি এটিকে গণতন্ত্রের জন্য ‘বিপজ্জনক হুমকি’ বলে অভিহিত করেছে।

ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিমন্ত্রী ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর বলেন, ‘এটা খুবই স্পষ্ট যে কিছু ভারতীয় রাজনৈতিক দল বা তাদের পক্ষ থেকে পরিচালিত ভুল তথ্য এবং বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে বিজেপিকে নিশানা করা হচ্ছে। যা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।’
একুশে সংবাদ/সম./ এসএডি

Link copied!