হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। সোমবার (২০ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহসিন মানসুরি। তবে দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়েই রয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে জরুরি বৈঠকে বসেছে দেশটির মন্ত্রিসভা।
শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে রোববার (১৯ মে) বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।
বিধ্বস্তের কয়েক ঘণ্টা পর সোমবার ভোরে হেলিকপ্টারটির সন্ধান পায় রেড ক্রিসেন্ট। দুর্গম পাহাড়ি এলাকায় পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপে কোনো প্রাণের অস্তিত্বও খুঁজে পায়নি তারা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট মোহসিন মানসুরি বলেন, হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান নিহত হয়েছে।
তবে, বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কোনও তথ্য জানায়নি ইরান সরকার। দুর্ঘটনা নাকি কোনও নাশকতা সে বিষয়টিও পরিস্কার করেনি তারা। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে বিধ্বস্ত হতে পারে।
গভীর রাতেই ভারি বৃষ্টি ও তীব্র বাতাস উপেক্ষা করেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধানে নামে উদ্ধারকারী দল।
এদিকে প্রেসিডেন্ট রাইসিসহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে নেমে আসে শোকের ছায়া। হেলিকপ্টার বিধ্বস্তের খবর প্রকাশের পরপরই কান্নার রোল পড়ে যায়। তবে, জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
খামেনি জনগণের উদ্দেশে বলেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো। এমনকি যারা আমার এই কথা পরে শুনতে পাবা সবাই নিশ্চিত থাকো যে, এই ঘটনা রাষ্ট্রীয় কাজে কোনো প্রভাব ফেলবে না। খবরটি যখন শোনা গেছে তখন থেকেই সবাই অনেক পরিশ্রম করছে। সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইরানের সংবিধান অনুযায়ী, ৬৩ বছর বয়সী রাইসির মৃত্যুর পর দেশের দায়িত্ব নেবেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। একইসঙ্গে ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। যদিও ২০২৫ সালেই দেশটিতে নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/ব.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :