AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রিশালে ইসলামী আন্দোলনের বিশাল জনসভা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
১০:২৮ পিএম, ১৭ জুলাই, ২০২৫

ত্রিশালে ইসলামী আন্দোলনের বিশাল জনসভা

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার দরিরামপুর সিএমবি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আয়োজনে ও ত্রিশাল উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ।

বক্তারা বলেন, “দেশে স্থায়ী শান্তি, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ইসলামি আদর্শে পরিচালিত একটি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।” তারা নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতির দাবি জানিয়ে বলেন, “গণতন্ত্রকে অর্থবহ ও জনগণের ভোটের মর্যাদা রক্ষায় এই পদ্ধতি সময়ের দাবি।”

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!