রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। ২২ মার্চ থেকে ইউক্রেনীয় বিদ্যুৎ সেক্টরে বোমা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। প্রায় প্রতিদিনই তাপ ও জলবিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করছে তারা। শনিবার (২৭ এপ্রিল) ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে স্থাপনাগুলো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন এক জ্বালানি কর্মী। ইউক্রেনীয় জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গালুশচেঙ্কো বলেছেন, রাশিয়া মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল ও লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্কের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি শক্তি সংস্থা ডিটিইকে এর চারটি তাপ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিবৃতিতে ডিটিইকে বলেছে, ‘আবারও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক গোলাবর্ষণ করেছে শত্রুরা। কোম্পানির সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে।’
একুশে সংবাদ/বা.ট্রি/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

