ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী অনলাইন খুচরা পণ্য বিক্রির ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাটা জেফ বেজোস (৬০) আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে এসেছেন। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক দ্বিতীয় স্থানে রয়েছেন। আর ফোর্বসের শীর্ষ ধনী বার্নার্ড আরনল্ট স্থান পেয়েছেন তৃতীয়তে। সোমবার এই রদবদল হয়েছে।
মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদ ১৯৮ বিলিয়ন ডলার।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারের দাম ২৫ শতাংশ কমে যাওয়ায় মাস্ক প্রায় ৩০ বিলিয়ন ডলার হারিয়েছেন।
২০২১ সাল থেকেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান কমবেশি নিজের দখলে রেখেছিলেন ৫২ বছর বয়সী ইলন মাস্ক। কিন্তু প্রথমবারের মতো সেই অবস্থানে হানা দিলেন ৬০ বছরের বেজোস। এছাড়া টুইটার কিনেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।
বেজোসের নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালনা করছে। এছাড়াও মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–এর প্রতিষ্ঠাতা তিনি।
এদিকে ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ তালিকায় বার্নার্ড আরনল্ট রয়েছেন প্রথম স্থানে। সেখানে ইলন মাস্ক দ্বিতীয় স্থানে ও বেজোস তৃতীয় স্থানে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

