AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান: সৌদির পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২১ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করতে চান: সৌদির পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ।

গত বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন। ফয়সাল বিন ফারহান বলেন, “গাজার যুদ্ধ অনেক দূর গিয়েছে। সাধারণ মানুষ নিহত ও আহত হচ্ছে। এখানে এখন দুর্ভিক্ষও চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জিম্মিদের মুক্তি এবং গাজার মানুষের মধ্যে স্বস্তি আনতে চান।”

তিনি আরও বলেন, “আমরা যে আলোচনা শুরু করেছি, সেটি যুদ্ধবিরতি আনতে সক্ষম হবে—এই আশা করছি।”

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে জাতিসংঘের কমিশন জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে। বর্তমানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে দেড় লাখের বেশি ফিলিস্তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!