AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছেন এরদোয়ান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৩ এএম, ১৮ নভেম্বর, ২০২৩
ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দাবি করেছেন, বিশ্বে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন। শুক্রবার বার্লিনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গাজায় ইসরায়েলে যুদ্ধ নিয়ে সমালোচনা করায় এরদোয়ান জার্মানিতে পৌঁছানোর পর তোপের মুখে পড়েন। এ যুদ্ধে প্রায় ১২ শ ইসরায়েলি ও সাড়ে ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শলৎজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানা, তিনি সব ধর্মকেই সমানভাবে দেখেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, হাসপাতালে ঢুকে গুলি করা অথবা শিশুদের হত্যা করার কথা তোরাহতে নেই। আমাদের জন্য এই অঞ্চলে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে কোনো বৈষম্য করা উচিত নয়। আমি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছি। আমি একজন নেতা যিনি এ যুদ্ধে নেতৃত্ব দিচ্ছি।

জার্মানিতে ইহুদি বিদ্বেষ অবৈধ কারণ এ দেশটিতেই ইহুদিরা গণহত্যার শিকার হন। এরদোয়ান মনে করেন, এ জন্যই জার্মানি স্বাধীনভাবে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কথা বলতে পারছে না।

তিনি বলেন, আমি নির্দ্বিধায় কথা বলি কারণ আমরা ইহুদিদের ওপর গণহত্যা চালাইনি।


একুশে সংবাদ/এসআর

Link copied!