AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি অভিযানে হামাসের রকেট হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫১ এএম, ১৪ অক্টোবর, ২০২৩
গাজায় ইসরায়েলি অভিযানে হামাসের রকেট হামলা

অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাংক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে এ অভিযানের সময় হামাসের হামলার মুখোমুখি হতে হয়েছে ইসরায়েলি বাহিনীকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলে,  আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) সন্ত্রাসী সেল এবং অবকাঠামোগত হুমকি নির্মূল করতে গাজা অঞ্চলে অভিযান চালায়। সৈন্যরা প্রমাণ সংগ্রহ করেছে, যা জিম্মিদের শনাক্ত করতে সহায়তা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, গাজা উপত্যকায় একটি সমুদ্র সৈকতের কাছে কয়েকটি রকেট ছুড়েছে হামাস। এরপরই দেখা যায়, সেখানে বেশ ধোঁয়া ও ধুলা উড়ছে।

এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, আইএএফ (ইসরায়েলি এয়ার ফোর্স) গাজায় হামাসের লক্ষ্যবস্তু এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল লঞ্চারগুলোতে হামলা চালায়।

গত শনিবার হামাস ও ইসরায়েলিদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। হামাসের হামলায় এ পর্যন্ত ১৩ শ ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় নিহত হয়েছেন ১৮ শ ফিলিস্তিনি। 

Link copied!