AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড



উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় চলন্ত একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। “আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপি, তখনই দেখি গাড়ির নিচ থেকে আগুনের লেলিহান শিখা উঠছে। তবে সব যাত্রী নিরাপদে নামতে পেরেছেন,” বলেন তিনি।

বাসটির নম্বর ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪। মুহূর্তের মধ্যে বাসটি আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তার যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!