AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাবুল এবং নানগাহারে তালেবানের ওপর ভয়ংকর হামলা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২১
কাবুল এবং নানগাহারে তালেবানের ওপর  ভয়ংকর হামলা

বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং নানগাহার প্রদেশে।  এ ঘটনায় নিহত হয়েছেন দুই তালেবান কর্মকর্তা। খবর: চীনা সংবাদ মাধ্যম সিজিটিএন।

আফগানিস্থানের সংবাদ মাধ্যম টলো নিউজের বরাত দিয়ে তারা জানায়, শনিবার স্থানীয় সময় সকালে কাবুলে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শক্তিশালী এই বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েজন আহত হয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক নিউজ জানায়,পশ্চিম কাবুলের দাস্ত-ই-বারচি জেলায় প্রথম বিস্ফোরণ ঘটে। এতে একাধিক বেসামরিক আফগান আহত হন।
 
এদিকে চীনের সংবাদ মাধ্যম সিজিটিএন জানায় শনিবার নানগাহর প্রদেশের রাজধানী জালালাবাদ শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তালেবান কর্মকর্তাদের বহনকারী গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ২০ জন।
 
জালালাবাদ প্রশাসন জানিয়েছে, স্থলমাইনের আঘাতে দুই তালেবান কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। এতে একাধিক বেসামরিক আফগান আহত হন। দ্বিতীয় বিস্ফোরণ একই জেলায় হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
এক তালেবান মুখপাত্র জানান, বোমা বিস্ফোরণে নারী ও শিশুও নিহত হয়েছে। জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে তালেবান প্রশাসনের নিরাপত্তা বাহিনী। 
 
দ্বিতীয় বিস্ফোরণ একই জেলায় হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, গত এক মাস আগে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এটাই তালেবানের ওপর প্রথম হামলা।
 
আরও পড়ুনঃ  মার্কিন-অস্ট্রেলিয়া-থেকে-রাষ্ট্রদূতদের-ডেকে-পাঠাল-ফ্রান্স
 
 জালালাবাদে আইএস এর ভয়ংকর খোরাসান গ্রুপ খুবই সক্রিয়। যারা তালেবান ক্ষমতায় আসার পর কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ওই হামলায়  ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হয়।
 
এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলা খবর জানায় দেশটির সংবাদ মাধ্যম টলো নিউজ। ছামতালা বিদ্যুৎকেন্দ্রে এই রকেট হামলার ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে এই আক্রমণ, তাও স্পষ্ট নয়।
 
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে  আইএস-কে (ইসলামিক স্টেট-খোরাসান) এই হামলায় জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।


একুশে সংবাদ/স/তাশা

Link copied!