AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১৮ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। বিষয়টি তার আইনজীবী তুহিন হাওলাদার গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ রোববার দুপুরে জানা যায়, আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বিষয়টি প্রথমে উড়িয়ে দেয়ার পরও মেহজাবীন আগাম জামিন নেয়ার জন্য আদালতে যান।

মামলার বাদী আমিরুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন ও তার ভাই তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রতিশ্রুতি দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় ‘আজকে দেবো, কাল দেবো’ বলে দীর্ঘ সময় ব্যয় করা হয়।

এজাহারে উল্লেখ আছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। পরে ভাটারা থানায় গেলে পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। ২৪ মার্চ বাদী ফৌজদারি কার্যবিধি ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

নির্ধারিত আদালতের তারিখে আসামিরা হাজির না হওয়ায় ৩ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেন এবং ১০ নভেম্বর তা কার্যকর হয়। এরপর মেহজাবীন ও তার ভাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!