টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে কলকাতার চলচ্চিত্র জগতের অন্যতম নির্ভরযোগ্য নাম। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি—সব জায়গাতেই নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। এই বছরও তার হাতে রয়েছে ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’র মতো সফল সিনেমা।
তবে শুভশ্রীর আজকের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম আর অটল মনোবল। একসময় যখন বাংলা বাণিজ্যিক সিনেমায় নায়িকারা শুধু গ্ল্যামার প্রদর্শনের অংশ হিসেবেই সীমাবদ্ধ থাকতেন, তখনও শুভশ্রী নিজের অবস্থান ও লক্ষ্য নিয়ে ছিলেন পরিষ্কার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ বসু তাকে একটি কাজের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেটি ছিল না বড় পর্দার কোনো সিনেমা—বরং একটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের সুযোগ।
কিন্তু শুভশ্রী সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তার ভাষায়, “আমি সিরিয়ালে অভিনয় করতে আসিনি দাদা, সিনেমায় কাজের সুযোগ পেলে তবেই ডাকো।”
অনুরাগ বসু নাকি তখনই শুভশ্রীর আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে বলেছিলেন, একদিন তিনি নিজ ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাবেন।

‘পিতৃভূমি’ ছবিতে পার্শ্ব চরিত্র দিয়ে যাত্রা শুরু করলেও শুভশ্রীর ভাগ্য বদলে যায় রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয়ের পর।
নিজের ক্যারিয়ারের শুরু থেকেই লক্ষ্যনিষ্ঠা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শুভশ্রী প্রমাণ করেছেন—তিনি শুধুই একজন নায়িকা নন, বরং টলিউডে নারীর নিজস্ব অবস্থান গড়ে তোলার প্রতীকও।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

