অপু বিশ্বাস এক সময় ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী ছিলেন। তখন মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যবসাসফল বহু সিনেমা উপহার দিয়েছেন। প্রেম, ভালোবাসা, বিরহ নিয়ে পর্দায় সরব থাকার পাশাপাশি বাস্তব জীবনেও তারা ছিলেন সম্পর্কে। পরবর্তীতে বিয়ে ও সন্তান আসে তাদের ঘরে। যদিও এখন দু’জনের পথই আলাদা।
সম্প্রতি নায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে সেই পুরনো কথায় ফিরলেন ঢালিউড কুইন। একটি ডিজিটাল প্ল্যাটফরমের প্রথম পডকাস্ট শোয়ে হাজির হয়ে তার ব্যক্তিজীবনের প্রেম, বিয়ে ও জীবনের বিভিন্ন অনুচ্চারিত বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
অপু বলেন, আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। ওই সময়ের পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। এ কারণে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত এটি নিজেদের মধ্যে রাখাই ভালো।

এর আগে অবশ্য একাধিকবার অপু জানিয়েছেন যে, শাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি লুকিয়ে রাখতে চেয়েছিলেন শাকিব। তার এই কথার কারণে শাকিবকেও দর্শকরা ভালো চোখে দেখেননি। তবে এবার প্রথমবারের মতো অপু বললেন, এটি শুধু শাকিবের নয়, তাদের দু’জনের মিলিত সিদ্ধান্ত ছিল।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

